হেমন্তের ভোর — যাকারিয়া আহমদ
আজকে ভিজিবে ধানের নরম চারা শিশিরের জলে ঘাসে পড়ে ঝলকাবে শিশির, কিরণ লেগেছে ব’লে মিলিতে আমারও ইচ্ছে করে ধান আর ঘাসে’র দলে ভিজিব সবে মিলে পবিত্র পানি শিশির জলে। ফুল ফল পাখিদল ভিজে জবুথবু হেমন্তের ভোরে কোথাও যাব না আমি থাকব-ই এ বাঙলায় জোরে বাঙলার বায়ু বন কতটা আপন দেখ বাঙলা ঘোরে বাঙলার নদী নক্ষত্র …