অন্বেষণ – ডি কে পাল
এই কাননের হৃদয়জুড়ে রঙের কারুকাজ; কোন কারিকর করল যতন খুঁজব তাঁরে আজ। নানা রঙের স্নিগ্ধ অপার ফুলের সমাহার, নিচ্ছে তুলে মনের যত কষ্ট,অমা তার। সূর্য হয়ে আসেন তিনি চন্দ্র হয়ে যান, ফুলের শোভা মনলোভা হৃদয় দিয়ে পান। ফুলের সুধা আস্বাদনে চনমনে তাঁর মন, ফুলের সখা দেয় না দেখা খুঁজছি অণুক্ষণ। ফুল কানন আর হৃদয় কানন …