তুমি যে প্রেম আমার – রণেশ রায়
কবিতা পেয়েছি তোমায় কেটেছে অনেক বিনিদ্র রজনী আমার তুমি আমার বাসর শয্যায় তুমি সম্পদ আমার সাধনার ওষ্ঠ পড়ে ওষ্ঠ রেখে মিলেছি মোরা দুজনায় তোমার নূপুর ধ্বনি শ্রবণে আমার সুর ছন্দ লয়ে বাজে আমার চেতনায় তুমি যে প্রেম আমার সে মধু রাতে তোমারই মাঝে ফিরে পেয়েছি আমি নিজেকে আমায়।