খোঁজই রাখে না —— সুমিত মোদক
আমার একটা নৌকা আছে ; দাঁড়-ছপ-ছপ নৌকা… সে নৌকার দাঁড়ও আছে , পালও আছে ; যখনই ইচ্ছা হয় ভাসিয়েদি নদীর বুকে ; কখনও দাঁড় টেনে , কখনও বা পাল তুলে ভেসে বেড়াই ; ভেসে বেড়াই একূল থেকে ওকূলে ; নদী আমার কাছে শান্ত , মায়াবী , প্রেয়সীর মতো ; কথা হয় প্রায়ই সময় ; গানও …