কে যেন — রণেশ রায়

চারদিক নিস্তব্ধ টগ বগ টগ বগ  স্তব্ধ হয় শব্দ গাড়ি দরজায় দাঁড়ায় পরিত্যক্ত বাড়িটার সামনে সওয়ারী নেমে যায় আকাশে আলো আঁধার মেঘ বৃষ্টির খেলা গাছে পাখি ডানা ঝাপটায় বৃষ্টি পড়ে টপ টপ টপ পেঁচা উড়ে পালায় ঝিঁঝিঁ পোকা ডেকে যায় পাতা কাঁপে গভীর নির্জনতায়। টক টক টক দরজায় মৃদু আঘাত ভেতরে কে যেন কেঁদে ফেরে  …

কে যেন — রণেশ রায় Read More »