নীড় হারা — সীমা চক্রবর্তী
নীড়ের টানে ফিরতে হবে সন্ধ্যা নামার আগে নীড় হারা পাখি ফিরবে কোথা সংশয় মনে জাগে। নামলে আঁধার ফেরে সবাই আপন আপন কুলায় একলা পাখি নীড়ের খোঁজে যাবে রে কোন চুলায়। মেঘ জমেছে আকাশ জুড়ে নামবে বুঝি ধারা কিছুটা মেঘ পাখির চোখের দিচ্ছে কপাট নাড়া। একলা যাপন করছে জীবন সঙ্গী গেছে চলে বিষন্ন পাখির ছায়া ভাসে …