সৃষ্টি ও কৃষ্টি — পলাশ পুরকাইত

নূতন কিছু সৃষ্টি কর, মনের আনন্দে  ; নূতন নূতন ভাবনা – চিন্তা, নূতন ছন্দে  ।  পুরাতনী রাখবে কি না, পড়েছ ধন্দে  !  নূতন সবই লুকিয়ে থাকে, অতীতের রন্ধ্রে  ।।