কবি শঙ্খ ঘোষের সৌজন্যে আবার আগুন জ্বালো // রণেশ রায়

নিভন্ত এই চুল্লিতে মা  আবার জ্বলে ওঠো আগুনে সব ভস্ম হোক জঞ্জাল জমে যত। যদি নেবে চুল্লি তোমার আগুন আবার জ্বালো সেই আগুনে সবাই জ্বল আগুনে ঘি ঢালো। নিস্তরঙ্গ বাতাসে তুফান তুমি তোল মেঘ ভেঙে বর্ষা নামুক শৃঙ্খল তোমার খোল। নিভন্ত তোমার চেতনায় অগ্নি সংযোগ কর সাজ তুমি নতুন ভাবনায় নিশান তুলে ধর।