বাঙালীর পরাজয় —- মোঃ ওয়াসিম আখতার
দুর্গা মায়ের বিসর্জনে লাগে একা একা, শরতের সাদা ভেলা যায়না আর দেখা। সকাল বেলা ঘাসের ডগায় শিশিরের খেলা, হেমন্ত নিয়ে আসে বাংলায় নবান্নের মেলা। শুরু হয় ধান তোলা বাঙালীর ঘরে ঘরে, যেন হয়েছে শুরু সোনা বর্ষণ বাঙালীর তরে । হেমন্তের আমন ধান নিয়ে আসে খুশি, বধূরা উঠোন ভোরে আল্পনা দেয় বসি। পিঠেপুলি, পায়েসের বিপুল আয়োজন, …