সে তুমিতে এ তুমি — সুকান্ত মজুমদার
অনেক কথা, না বলা আরো নিভৃতে ডুবে থাকা স্মরণের কুয়াশা ভোর, অনেক মিশে থাকা ভালোলাগার সমার্থক এ তুমি, দৃষ্টি নন্দন আত্ম রচনার সান্নিধ্যে পরিচয়ের অনবদ্য শব্দাক্ষরে, অযথা বা অসম দ্বৈত চলমানতা সব খানেই সবভাবেই সে তুমি সম্মিলিত। শূণ্যতার শূণ্যতায় নিস্তব্ধ মোহে চিরচেনা, সে আলাপনে বিষন্ন দ্রবীভূত হত এমনি প্রতিটি সকাল পরিচয়হীন আজ এ তুমি – …