অপরাধবোধ — সঞ্জীব ধর
চরিত্রঃহাসান(শিক্ষক)শহিদ(শিক্ষক)ছায়ামূর্তি (পুরুষ)ছায়ামূর্তি২ (মহিলা) (কৃষ্ণপক্ষের চতুর্দশীর মধ্যরাত। জঙ্গলাবৃত একটি পরিত্যক্ত ঘর। ঘরটির কক্ষগুলো বেশ বড়। এরকম একটি কক্ষের একপাশে একটি পুরনো খাট। অন্যপাশে এক প্রকাণ্ড জানালা। জানালার ধারে একটি টেবিল ও একটি চেয়ার। টেবিলটির উপরিভাগ কিছু পুরনো খবরের কাগজ দিয়ে মোড়ানো। টেবিলের এককোণায় স্তুপীকৃত কিছু ছাই পড়ে আছে। মনে হচ্ছে অনেকদিন ধরে কেউ ধোয়ামোছা করেনি। একটা …