নতুন দিন — বিশ্বনাথ পাল
প্রতি দিন তো হয় না রঙিন একই সূর্যের আলোয় প্রতিদিন তাই হয় না নতুন মুছতে মনের কালোয়. প্রতিদিন আলোয় ভাসলে যায় না বোঝা অন্ধকার মনের মধ্যে থাকলে কালো আলোয় বোঝা চমৎকার l নতুন দিন হোক প্রতিদিন মুছতে মনের কালি নতুন দিনে বন্ধু বিনে মন না যেন হয় খালি l তোমার কাছে চাই না কিছুই আলোর …