রক্তদেবতার মন্দির পর্ব – ১ — সুব্রত মজুমদার
সময়টা খুবই খারাপ যাচ্ছে। বেশ কিছুদিন হতে বগলা ভটচাযের ( আমার লেখা ‘বগলা ভটচাযের গল্প’ দেখুন ) দেখা নেই। না রে বাবা, অসুখবিসুখের মতো মারাত্মক কিছু হয়নি উনার, – একটু গোঁসা হয়েছে কেবল। আমিও ব্যস্ততার কারণে উনার বাড়িতে যেতে পারিনি। ফলে যা হবার সেটাই হয়েছে, উনার মুখের গল্প শুনতে না পেয়ে এক ধরনের …