প্রথম অধ্যায় —- সীমা চক্রবর্তী
তোমাকে একবার দেখা, যেন জীবনদায়ী ওষুধ পিপাসিত মন-মরুতে বারিধারা এক বুঁদ। তুমি আজ আকাশের চাঁদ যায় না তো ছোঁয়া অপ্রাপ্তির অন্তরালে সঞ্চিত স্বপ্ন গেছে খোয়া। তোমার ভালোবাসা আজ নিঃশ্বাস সম প্রয়োজন কতো তার পরিমাণ কখনো তা জানতে চায় না মন। তোমার পরশ আকাঙ্খা জলে ভাবনায় তোলপাড় তোমার অভাব গোপন ক্ষতে রক্ত ক্ষরণ বার বার। তোমাকে …