বিহঙ্গ আমার — রণেশ রায়
প্রিযতমেষু আমার তুমি ছিলে শৈশবের শিশু শয্যা সমুদ্র মন্থন তুমি আমার বাল্যের খেলাঘর কৈশোরের সৌরভ যৌবনের গুঞ্জন, তুমি গৃহ হারা আমার অন্তর বেদনা, আজ বার্ধক্যের অতীত আমার বিস্মৃতির অন্ধকার বন্ধ তোমার স্মৃতির দুয়ার, স্মৃতির উজানে আমার যাওয়া আসা, তোমাকে আজও আমি ভ্রমি তুমি আশা তুমি নিরাশা তুমি আকাঙ্খা আমার, বিরহের ডিঙ্গা তুমি আজও আমি ভেসে …