যাবোই —- সুমিত মোদক

সারাদিন আজ তোমার সঙ্গে খেলছি ডানা দুটো মেলছি অচিনপুরে ; রাতেই যাবো পূর্বপুরুষের নাট মন্দিরে নাচ ঘরে  সে বহু দূরে ; তুমি যদি চাও সঙ্গে নিতে পারি ; তুমি যদি চাও দিতেও পারো আড়ি ; যাবোই আমি যাবোই ; আমায় খুঁজে পাবোই ।।