তুমি কোথায় থাক — সুকান্ত মজুমদার
সে সময় কি আর নেই? যে পথে তুমি আসবে চিন্ময়ী বেশে বিশেষ তুমি হয়ে, মৃতপ্রায় পরিচ্ছেদে একটা বেঁচে থাকবার পঙ্ক্তি হয়ে। কিছু আলোতে আঁধার ভুলতে পারা মধুময় প্রতিচ্ছবির চিরন্তনী পরিভাষায় কিছু বলে যাও, আপন থেকে আপনতর সৌভাগ্যের বিস্তৃত বুকে একটি ঝাপটা বাতাস, হিমেল স্পর্শে ঝরা আমার বলতে কিঞ্চিৎ তুমি আর তোমার কল্পতরুর পর্ণমোচী হয়ে উঠুক। …