অসমাপ্ত প্রেম — সবিতা কুইরী

মনে পড়ে পুরোনো দিনের     মিষ্টি মধুর কথাদাঁড়িয়ে ছিলেম নদীর পাড়ে     তুমি  এলে সেথা।তাকিয়ে ছিলে মুখের পানে     চোখ সরে নি তখনমাথা নীচু করে নিলাম    ।লজ্জা পেলাম যখন।ক্ষণিকের এই নীরবতা     কইল কথা শেষেনদীর জলের ছলাৎ ছলাৎ     শব্দ এল ভেসে ।শুনেছিলাম ছোট্ট পাখির      কিচিরমিচির গানদেখেছিলাম প্রজাপতির     ফুলের মধু  পান।একটুখানি জড়িয়ে ধরে     বলেছিলে আমায়শোন ওগো প্রিয়তমা     ভালোবাসি তোমায় ।হৃদকম্পন …

অসমাপ্ত প্রেম — সবিতা কুইরী Read More »