গল্প বলার ছিল| —- ফরহাদ হোসেন
একটা গল্প বলার ছিল-ভালোবাসার গল্প-অন্ধকারে ঝর্না নামার গল্প। দূর থেকে শীতল হাসি,সবুজ পানপাতার মত সুন্দর মুখমন্ডল দেখেই হয়েছিল প্রেম। এক সন্ধ্যায়,সেদিন জ্যোৎস্না রাত,দুজনের পাশাপাশি দেখা।জোনাকিরা আনন্দে খেলছিল খেলা।কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে বেড় হয়ে আসছিল সামান্য হলুদ দাঁত। প্রেমিকার নীল চোখে ভূত,প্রেতের মায়া…. প্রথম স্পর্শ-বুকে টেনে নিল নখযুক্ত আলতো হাতে।শ্বাসকষ্ট….. প্রেমিক বোঝার আগেই গভীর কালো অচীনপুর। …