অসুস্থ – সাবিনা ইয়াসমিন

মন বদলের হাওয়ায় বসে উড়ছে চুলের ডগা, হাওয়ার সুরে চুলের ডগায় হিজিবিজি আঁকা ছুঁতে চাওয়ায় চুলের ডগায় নীল রঙের স্রোত আমি তখন ছুটতে গিয়ে খেলাম হোঁচট ইঁটের গুঁড়ো মিশে তখন ছাই রঙের চোখ ভেতর ভেতর উড়ছে যেন নীল রঙা চাতক আমি তখন থমকে গিয়ে দেখি, ওড়ার নেশায় মত্ত হয়ে ঝড়ের তবলা সাথে নিয়ে, অলিম্পিকে ছুটতে …

অসুস্থ – সাবিনা ইয়াসমিন Read More »