কালবৈশাখী —- মাধব মন্ডল
ঝড়ং ঝড়ং ঝড় কালবোশেখীর ঝড় বড্ড বেশী পর হুড় মুড় মুড় মুড় টালি ভেঙে চুর! ইল্লি বিল্লি খিল্লি টিন উড়ে যায় দিল্লী খাস্তা খ্যাচাং খাস্তায় গাছ পড়ে যায় রাস্তায়। চিস্তা চিতিং চিৎপাত মাটির মাটি ধুলিসাৎ দুরু দুরু দুরু গো এ হলো তো শুরু গো চিস্তা চিতিং চেষ্টায় কি হবে যে শেষটায় !