ঘুম-জ্বর — সাবিনা ইয়াসমিন

তুমি আমার স্বপ্নপুরীর জন, ভোরের আলোয় বাষ্প হয়ে যাও। ধরতে গেলেই হাতের পাতা ভিজে – আঙুলগুলোর খানিকক্ষণের জ্বর। আমি তখন একছুটে ঐ ছাদে –   মেঘ ছুঁতে আজ লাটাই নিয়ে খেলা সুতোর গায়ে স্বপ্নচিঠি মাখা মনকেমনের হাওয়ায় দোলে ঘুড়ি। ঘাসবালিশে চুলের মাতাল ঢেউ কানে তোমার নামের অনুরনণ ফুলের পরাগ আহত করেছে চোখ চোখের কাজল বিদ্রূপ করে আমায়। আমি তোমায় দেখেছি কখনো? …

ঘুম-জ্বর — সাবিনা ইয়াসমিন Read More »