সিংহবাহিনী রহস্য পর্ব – ৬ — সুব্রত মজুমদার
–চার– মহাষ্টমী বলে অনেকেই আজ ভাত খাবে না। অঞ্জলি দেওয়ার পর লুচি ভোগের ব্যবস্থা আছে। ভোগের মেনুতে খাঁটি গাওয়া ঘিয়ের লুচি, বেগুন ভাজা, ছোলারডাল, পনির-পটল আর রাজভোগ। বেশ জমবে আজ। বিক্রম যথারীতি নিজের কাজে মন দিয়েছে। অষ্টমীর অঞ্জলির ফুলের জোগাড়, পদ্মফুলগুলো ধুয়ে বেছে যত্ন করে রাখা, প্রসাদ কাটা ইত্যাদি হরেক রকমের কাজে …