প্রশ্ন — রণেশ রায়
কবি তোমাকে প্রশ্ন আমার তুমি কোন বাংলার মুখ দেখ এ নয় সে বাংলা তোমার চুলে তার অন্ধকার তমসা বুক তার ক্ষতবিক্ষত মুখ তার অমাবস্যার নিশা পাখির ডানা কাটা এ বাংলায় তোমার শঙ্খচিল নাচে না আকাশে সমুদ্র ডাকে না তাকে কথা হারিয়েছে তোমার কবিতা বসন্তের সন্ধ্যায় কন্যা তোমার ধর্ষিতা গিরগিটি বাসা বাধে চেতনায় রক্তাক্ত শিশির বিন্দু …