পাটকাঠির আগুন — তুলসীদাস ভট্টাচার্য
পাটকাঠি জ্বেলে কি আর অন্ধকার দূর হয় বরং আরও ঘনীভূত হয় অন্ধকার কোনটা যে কার মুখ চেনায় যায় না সব ছায়াগুলো একই একটাও নেই গাছের ছায়া সব মানুষের ছায়া একটা মাথা দুটো পা সরে সরে যায় ভাঙা সেতুর নিচে নিশাচর প্রাণীরা জড়ো হয় স্বপ্ন দেখতে ভুলে যাই খড়িওঠা ত্বকে মানচিত্রের কি কোন প্রয়োজন আছে …