কিছুই থাকে না আর — রণেশ রায়

একটু ভালোবেসে  গিন্নি বলে হেসে  যাও একটু শুনে  হিসেব করে চল জীবনে  আয়ের থেকে ব্যয় বেশি হলে  জীবনটা কেমনে  চলে ? আমি বলি,  জীবন যে অন্তহীন অতল  খুঁজে পাই না তল,  কেমনে মিলবে হিসেব  সে যে অনন্ত বেহিসেব এক বেহিসেবীর কারবার  তাকে মেলাবার কি দরকার,  দিন শেষে শূন্য আমার ভান্ডার  হিসেব বেহিসেবের  ফাঁক  থাকে না …

কিছুই থাকে না আর — রণেশ রায় Read More »