শূন্য — শর্মিষ্ঠা গুহ রায়(মজুমদার)

শূন্য  সবই শূন্য ওরে,এই ধরাতে শূন্য সব।শূন্য পিছে ছুটছে সবাই,চারিদিকে একই রব।টাকার পিছে শূন্য যত লাগছে গাদা গাদা,বিবেক বুদ্ধি হারায় হারাক,কাদাও মোদের সাদা।বৃক্ষ কাটি,কাঠটা বেচি,শ্বাসটা কমুক ধীরে,আজতো বাঁচি,কাল কী হবে,শূন্যে বুদ্ধি ওড়ে।দূষণ ছড়াই,গাড়ির ধোঁয়ায়,কলকারখানা বিষে ভরা,নীলগোলা আজ শূন্যে কাঁদে,আমরা ছন্ন ছাড়া।