বাবার গল্প —- তৈমুর খান
এক. আমাদের মাটির বাড়িটি ছোট একটি পাখির বাসার মতো। চারিপাশে তালপাতা দিয়ে ঘেরা। মাটির দেওয়াল আর বাঁশের খুঁটি দিয়ে আটকানো খড়ের চাল। মেঝেতেই খেজুর পাতার তালাই পেতে ঘুমাই। গ্রীষ্মকালে উঠোনেই শুয়ে পড়ি । রেশনের কেরোসিনে লম্ফু জ্বলে । একটু বাতাস দিলেই লম্ফুর শিষ কাঁপে। তখন হাত দিয়ে বাতাস ঘিরে থাকি। বাবা পড়িয়ে দেন আর সঙ্গে …