অনন্ত কৃষ্ণের নাম — বিশ্বনাথ পাল
মাদল বোষ্টমের কপালটাই খারাপ। তিন তিনটে বিয়ে করেও শেষ অব্দি কোন বউই টিকল না। কোন বউ পাগল হল তো কোন বউ বেঘোরে মরল শহরের জনবহুল রাস্তা পারাপার হতে গিয়ে। শেষের টি তো জয়দেব মেলায় গিয়ে কম বয়সি বাবাজীর সঙ্গে ভিড়ল। তবে মাদলের গলাটি বেশ খাসা। কার্তিকমাসের ভোরে যখন টহল দেয়। গ্রামবাংলা তার অপার বিস্ময়ে তাকিয়ে …