ঝড় — ১০ম পর্ব — বন্য মাধব
পৌনে ন’টা নাগাদ খিচুড়ির ডেকচি এল। সবুজ সবুজ কুমড়ো ঝিঙে অবোধ ঝোলে খেলে বেড়াচ্ছে। কলাপাতায় খেতে দেওয়া হল, খিদের মুখে রেশনের লাল লাল চালের আনাজ ভাসা আসামীভোগ বেশ অমৃত অমৃতই লাগল। এবার এক কনস্টেবল এসে হাঁক দিল, সব রেডি হও, গাড়ি এসে গেছে……. অর্থাৎ যেতে হবে , সদরে। লক আপ খোলা হল, গোনাগুণতি …