পুনরুদ্ধার —– সুমিত মোদক

একের পর এক ভেঙে পড়ছে  বোধ ; অনেকদিন আগে পলেস্তরাও খসে পড়েছে  বিবেকের ; কেবল , ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ মানবজাতি ; আগাছায় একটু একটু করে ঢেকে যাচ্ছে সেটুকুও ; একমাত্র তুমি পারো ইতিহাসের পুনরুদ্ধার ।।