বাবার দেখা হয়নি কিছুই — সুকান্ত দাস

বাবার গায়ে ঘামের গন্ধ কাঠফাটা রোদ্দুর  আমি তখন সুগন্ধি পারফিউম মেখে রাস্তায়  কিংবা পার্কের বেঞ্চিতে  খড়ের ছাউনি পচে যাওয়া  দাড়িয়ে দেখছে আকাশ  আমার চোখ রাজপ্রাসাদ  নগ্ন পায়ে হাঁটছে বাবা  কাঁধে আছে দারিদ্রের বোঝা  হোঁচট খাচ্ছে বারংবার  বিধবা গাছগুলো  হাসছে দেখে  অবিবাহিত নদী বয়ে যায় আনমনে  একফালি চাঁদ থেকে একটুকরো আলোর আভা পড়েছে  বাবার বুকে  বাবার …

বাবার দেখা হয়নি কিছুই — সুকান্ত দাস Read More »