পাল তুলে বেয়ে গেছি সাতটা জোয়ার — অনিন্দ্য পাল
সে এক স্বচ্ছ অন্ধকার নেমে এসেছিল সেই দিন নৌকার পাঁজরে ছিটকে লেগেছিল অভিশাপ অনাব্য হয়েছিল চেনা সব উপকূল বন্দর তুমি ছিঁড়ে নিয়ে চলে গেলে পালের কাপড় নৌকা থেকে নৌকায় বাহিত হওয়া তোমার অভ্যাস আমার ঝুলিতে শুধু একটাই দাঁড় সম্বল অন্য কোন যাত্রীর ধুলো মাড়ায়নি কখনও আমার ঈশ্বর অথচ তুমি অনায়াসে ভুলে গেলে জন্ম ঠিকানা… মৃত্যুর …