যেদিন প্রথম মধুমাস — বিপত্তারণ মিশ্র

যেদিন প্রথম মধুমাসআমার তখন ভোরতখনও আমার ঘুমঘোরস্বপ্নের মতো বেজেছিল জলপরীর জলতরঙ্গে স্নানআমার সঙ্গে হারাতে চাওয়ার গানতখন আমার ভোরআমার তখনও ঘুমঘোর একসাথে নয়, আলাদা আলাদাহারিয়ে গিয়েছি আমিহারিয়ে গিয়েছো তুমি অবেলায় সেই গানচুপিচুপি অনুরণিতভোরের প্রেমের মতোসেই সুর দূর সমুদ্রে সবুজ দ্বীপের মতোরিণি রিণি পায়েল মন্দ্রিতসেই দ্বীপে হারাতে না পারার মনস্তাপলুকিয়ে কান্না ঝরে টুপটাপ টুপটাপ ডাক দিয়েছিলো মধুমাসআমার …

যেদিন প্রথম মধুমাস — বিপত্তারণ মিশ্র Read More »