সুকান্ত মজুমদার // সৌজন্যের সীমারেখায়
এই মুহূর্তে এটাই সত্য তুমি কঠোর আঙুলগুলো দিয়ে আবার লিখবে হয়ত তেমনি – “আর আমার সাড়া পাবেনা কিন্তু “। সেই মুহূর্তে এটাও সত্য হবে আমার মোহিত চোখে বিস্ময় আর বিমর্ষতা গোপন অশ্রু হয়ে তবু তোমারি কথা কবে, হাজার তারার অপলক দৃষ্টি নিয়ে সেই তোমাকেই দেখতে চাইবে। শুধু পড়ে আছি সৌজন্যের নিছক এক পরিচয়ের সীমান্ত হয়ে …