প্রেমাগ্নি — তন্ময় রায়

আমি চলেছি একা, ক্লান্ত-অবিশ্রান্ত, বধীর প্রবল চাহুনি মেলে ধরে পড়েছি নিয়ম বিধির  হঠাৎ ভীষণ পালক স্পর্শে ভেঙ্গে গেছে জঞ্জির ঝুমঝুম স্বরে উঠেছে বেজে কারও পায়ে মঞ্জীর কায়ক্লেশে ঘেরা ঊর্ধ্ব গতিতে প্রচন্ড বহ্নির  পথ আগলে মুছেছি গ্লানি নগ্ন তন্বীর আমি কুঞ্চিত চোখে চেয়েছি তীব্র, ঝঞ্ঝার মাঝে ধীর ঊর্ধ্বশ্বাসে সম্মুখে ছুটি হাত কেটে অবরোধীর  ওরে!..তোরা কারা! ক্ষুধা …

প্রেমাগ্নি — তন্ময় রায় Read More »