যন্ত্রের যন্ত্রনার — মিজানুর রহমান মিজান

রুপ যৌবন নিয়ে করে অহংকারএকলা বসে নাটক দেখি বারবার।।সাদা মুখ মেকাপ মেরেদরজা খোলে দেখ সব বেহুদারেলিপিষ্টিক লাগিয়ে ঠোট লাল করে আবার।।ছাতায় ঢেকে মুখ পুরুষ পানে চায়পাগল হয় পুরুষ তার বেশ ভুষায়আসলে ফাঁকা পুরুষ বোকা আজব কারবার।।আবেগ ক্ষয়ের পরপশু হয় অন্তরজীবন মুল্যহীন পর কেনা-বেচার।।ভোগের পর নি:শেষ অধিকারক্লান্ত নয় কাক অভিশপ্ত হবারযতই পিষ্ট হয় যন্ত্রের যন্ত্রনার।।