না-মানুষের কাব্য — দেব চক্রবর্তী

আমার ঘরের আদুরে খোকনদামী জামা জুতো পড়ে –ফুটপাথে দেখো অনাহারী শিশুআফশোস করে মরে ।বেঁচে থাকা সে শিখেছে শুধুইজেড যুগে দুর্দিনে –জামাকাপড় থাক দূরে থাকবাসি রুটি খুঁজে কেনে ।বোঝে না এখনও উৎসব কিশুধু দেখে হই চই –বাপ-মা হারা জীর্ণ শিশুটিরথালা বাসনই বা কই !একবিংশ শতক চলে বোমাবাজি পিস্তলে –শিশুটি জানে না মানবতা কিকে দেবে জবাব ম’লে …

না-মানুষের কাব্য — দেব চক্রবর্তী Read More »