আহাম্মকি – – সুদীপ্ত বিশ্বাস

মগজে তালাচাবি দিয়ে বুকের সব লাল গোলাপগুচ্ছ বাগান উজাড় করে তোমায় দিলাম। কানাকড়ির চেয়েও কম দামে বিকিয়ে দিলাম নিজেকে। সব বাঁ পায়ে মাড়িয়ে মশমশিয়ে চলে গেলে। বুকের গভীরে বিঁধে থাকা পেরেক উপড়ে ফেলতে না পেরে, নির্জন সমাধিতে আজও একা শুয়ে। আজকাল কেউ স্ফটিক চাইতে এলে তাকে কাচের টুকরোও দিতে পারি না!