হতবাক — বিশ্বনাথ পাল
যে বাড়ীতে কেউ পাত পাতে না সেখানে হাত বাড়িয়ে কী লাভ? চোখের জলের খরচ বাঁচাতে কেউ কি চেঁচাতে ভুলে যায়। ভুলে না বলেই নিরো অম্লান বদনে বেহালা বাজায়। শিশুর গগন বিদারি চিৎকারে কেউ পথ ভোলে না অথচ সুবেশা তন্বীর পথ পিছলে পড়ে যাওয়ায় ছুটে আসে পঙ্গপালের দল। লড়কে লেঙ্গা খোয়াব আজো স্মৃতির ক্যানভাসে সময় নেই …