যাপন — অপূর্ব শীট
১ । অনবরত ছিঁড়ে যায় সুখ এক পা দু পা হাঁটা ডানা ঝাঁপটানো হ্যাঁচকা টানে পিছিয়ে পড়া নিকষ অন্ধকার ঢেকে ফেলেছে পথ যাবো ভাবি তাই তড়িঘড়ি বস্তাবন্দি করা দে ছুট…. দে ছুট… চলে যাচ্ছে সব হলুদ আকাশ… ২ । ছিঁড়ে নিয়ে পারিনি কোনদিন বৃক্ষ তলে কুড়িয়েছি রোজ মাটির গন্ধ তর্জনী মধ্যমায় বিষাদ বিষে জর্জরিত অজস্র …