শিরোনাম:ও পথ অনেক বদলে গেছে
কলমে:স্বভাব কবি বৃন্দাবন ঘোষ।
তারিখ:১২\৬\২০২২
আর ওখানে মোরাম রাস্তা নেই
এখন সেখানে পিচের রাস্তা হয়েছে।
রাস্তায় যেতে যেতে দুধার গুলো দেখছিলাম।
নিমতলার মাঠের কাছে পুকুরটায় তখন কত জল
দেখেছি
এখন পুকুরে জল নেই
পুকুরটা মজে গিয়েছে
আর একটু এগিয়ে বাম দিকে
ঘন ইউক্যালিপটাসের জঙ্গলে
ওখানে বুচো বটগাছটার কাছে আমরা কত
ভালোবাসাবাসি করেছি
মনে পড়ছে তো তোমার?
মেটেলতোড়ার কাছে রাস্তার ডান দিকে বনের
মাঝেই বসতি গড়ে উঠেছে দেখলাম ।
রাস্তার বাম দিকে একটা তালগাছ বড় হয়ে
উঠছে লক্ষ্য করলাম
তোমার আমার সময়ে এই তালগাছ ছিল না।
যেতে যেতে সবই নতুন লাগছিল
আমরা যে এখানে একসময় প্রেম করেছি
তা মনেই হচ্ছিল না।
তুমি যদি কোন দিন এ রাস্তা দিয়ে যাও
দেখবে তোমারও মনে হবে আমি একেবারে
ঠিক কথাই বলেছি তোমায়।
তুমিও বলবে ,হ্যাঁ,ও পথ অনেক বদলে গেছে।