মনে পড়ে আজও
আজও তুমি আছো আমিও আছি, সাথে হেডফোন আর বৃষ্টি স্নাত সন্ধ্যা।শুধু বদলে গেছে সময়, পরিস্থিতির চাপে সম্পর্ক পেয়েছে অন্য নাম।আমিও শুরু করেছি মানিয়ে নিতে।কিন্তু তুমি তো জানোই আমার দুর্বলতা ,ঠিক কোন সময় মন কে আমিও বশে পারিনা রাখতে।আজ বড্ড ইচ্ছে করছে আবারও সেই পুরোনো তুমি টাকে ফিরে পেতে।জানি সম্ভব নয়।অনেক দিন পর আবারো তোমায় তুমি বললাম।কারণ আমি আশায় আছি আবারও তুমি আসবে কাছে তোমার মুখে শুনবো আবার তোমার দেওয়া নাম …🖤।
~বিতৃষা বনু🖋️