দেখা হবে ✏️ বিশ্বনাথ পাল
তোমার খেলার মাঠে
যেদিকেই তাকাই
মনোলোভা খেলনারা
ডাকে যে আমায়।
বর্ণ বর্ণমালা সব
একাকার
স্নায়ূতে হিল্লোল জাগে
শুধুই আমার।
যে দিকে তাকাই
হরেক ফুল
যা শুনি যখন শুনি
শ্রবণ আকুল।
কালের স্রোতে
সত্যি আজো তাই
তোমার নামে
গান গাই আমরা সব্বাই।
স্মৃতি শ্রুতি আর
লেখায় রেখায়
দেখা হবে২৫ শের
ঠিক সন্ধ্যায়।