Biswanath pal

নজরুল/বিশ্বনাথ পাল
বাংলার গানে
বাংলার প্রাণে
অমিয় সুর দিয়া
ভরালে যে হিয়া।
মরমী কথায়
হারায়ে ব্যাথায়
অবাক নয়নে
চাহি মুখ পানে—
ও গো দরদী কবি
তোমার স্বপ্নের ছবি
ফোটে নি যে দেশে
মুক্তি সূর্য ওঠে নি হেসে
মুছে দিতে শোষণ
জাগে নি জনগণ
বড় অনাদরে
আজো পথ’পরে
ঘুমে যে মগন।
হাসে দুঃশাসন
গাড়ু ও বদনা
এক হয়না
চলে ঘুষ
পোড়ে তুষ
পোড়ে না শোষকে মন!
সব বেচে দে বলে করছে গর্জন
নিয়ম নীতির নেই পরোয়া
দুর্নীতি – রাজনীতির জরোয়া
পার হতে নির্বাচন।
ভণ্ডামি আর পেশির জোরে
বিপথে যারা পয়সা করে
তাদের পায়ে দেহ মন
করেছে সমর্পণ
যত রাজনীতি জীবি রতন!
খাদ্য বস্ত্রে নাই আশ্বাস
হৈ চৈ করে যত দল দাস
বাঁদরে মত এ ডালে ও ডালে
লাফায় যত ধূর্ত দেয়ালে
ব্যাঙ্ক লোপাট করে
টাকা বস্তায় ভরে
চম্পট দেয় যত সজ্জন।
কৃষকের ঘাড়ে
হুড়মুড় করে
রোলার ছোটে
সারাদিন কেটে
একবেলা ভাত কি জোটে?
জানে না জনগণ,
নাই কাজ, নাই যে আশা
রাজনীতিতে ঘুঘুর বাসা
পায়ে দাঁড়াতে ঘুরবে কবে
শোষনের নামে শাসক হারাবে
আসন কি তাঁর?
জানোও কবি ফিরে এসে করবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *