Biswanath pal

দিন যায় –রাত যায়
—-বিশ্বনাথ পাল
দিন রাত হাত ধরাধরি করে
আমার সামনে হঠাৎ উধাও হয়ে যায়।
চোখের পলক পড়ার আগেই
স্বপ্নেরা মুছে যায়।
ন ‘কর্তার ঘুম ভাঙে ঠিকেতে বিড়ির নাই বলে
আধ সেদ্ধ ভাত ঠেলে–কেউ
গদাই লস্করী চালে
ডাস্টবিনে অখাদ্য খাদ্যের খোঁজে শিশু কোলে ফেরে
হরিদাসী খেপী ।
বুকে ইট চাপানোর কথা
আসে নাই মাথায়।
তে মাথায় লোক টানাটানি করে
সদ্য গোঁফ ওঠা নজাই
আটমাস পরে ভোট
জনতার নজরে আসা চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *