
বিধির বিধান
বিশ্বনাথ পাল
শিশিরে শিশিরে ভোরের পাখিরে
কন্ঠে দিলে যে গান!
ঢলঢল সুশীতল এই দীঘির জল
জুড়ায় সবার প্রাণ।
নিয়মের নিগড়ে যা আসে ফিরে
মন মানে কি সে ধারা,
তবুও ব্যাকুল যত অলিকুল
ফুলে ফুলে হয় সাড়া।
বন্য শ্বাপদ জেনে কি বিপদ
লোকালয়ে চলে আসে ?
বিজয়ার গান হলে অবসান
দু চোখ জলে ভাসে।
যাওয়া আর আসা, এই কাঁদা হাসা
এমনি আপন সুরে
যুগে যুগে এসে নির্মমে মিসে
ব্যাথায় হৃদয় ঝুরে।
মরণের বীণ বেদনা বিহীন
কবে হল সেই নিদান
মিলনের সুর বিরহে ভরপুর
এই তো বিধির বিধান।