
মা আসছেন
বিশ্বনাথ পাল
মা আসছেন, মা আসছেন
সাজো সাজো রব।
মা আসছেন, চারিদিকে
খুশীর মহোৎসব।
পুজোর গন্ধে চারিদিকে
উছলে ওঠে আলো
এমন পুজো নেই আর কোথাও
মনে মনে মেলো।
দীন দরিদ্র ধনী গরীব
কিম্বা জ্ঞানী মানী
সবার প্রাণে আলোর
পরশ, নিত্য আনে জানি
বিভেদ বাঁধন জড়ের মতন
না মানলে আর
খুশী মনে দেখো এসে
মায়ের মুখ এবার।
মৃন্ময়ীতে চিন্ময়ীর
এমন আবাহন,
এসে দেখো তৃপ্ত কর
তোমার যুগল নয়ন।।