Biswanath pal

ফুরায় যা কিছু আমার/———–বিশ্বনাথ পাল
যা কিছু আমার
এ জনমের সাধ,
অর্জিত ভালবাসা
আর একটু খাদ
সবটুকু কেড়ে
হঠাৎই আমায়
বিপন্ন বাতাসে
ভাসালে ভেলায়
দূর পবনের গায়ে
অযাচিত এ খেলা
একাকী অসময়ে
কান্নার দলা
গলা বুজে আসে,
মনের কোণে–
ডেকে কাছে বসে
কে আর শোনে
আমার গহীন
মনের ব্যথা?
কেউ নেই পাশে আর
সব ভালবাসা চুড়মার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *