মাথার ওপরে/বিশ্বনাথ পাল
মাথার ওপরে ছাদ ভেঙে পড়ে
খসে যায় যত তারা
দিনের আলোতে আড়াল করে
মুখরিত আজ ওরা।
ঝটতি সফরে আর কি ঘরে
টেকে মন সারাক্ষণ?
হতাশা নিমগ্ন কেন এ দুয়ারে
মন ঘোরে বনবন?
নিশীথ রাতে হয়ে তুমি হারা বিরলে মরিতে তাই
পল্লব এর সনে বেদনার
বীণে হারিয়ে যেতে চাই।।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika